গাজীপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
বি এ রায়হান, গাজীপুর:
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় গাজীপুরেও নানান আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
বুধবার(১৭ মার্চ) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু করা হয় বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন।
গাজীপুরের ঐতিহাসিক স্থান রাজবাড়ী ময়দানে বেলুন উড়িয়ে কর্মসুচীর শুভসুচনা করেন বারবার নির্বাচিত গাজীপুরের কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খান, ডিজিটাল গাজীপুরের সপ্নদ্রষ্টা ও নগরীর প্রান ভোমরা তারুণ্যে উজ্জিবিত সফল সাধারন সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের অভিবাবক এডঃ মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ জেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য রালী বের করা হয়। র্যালীটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গতাজ অটিরিয়ামে গিয়ে শেষ হয়।
এই উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র এডঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ মহিউদ্দিন মহি সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।